গর্ভবতীগর্ভবতীরা গায়ে রোদ লাগান, বুদ্ধি বাড়বে আপনার অনাগত সন্তানের, দাবি একদল গবেষকের !
করোনা আবহের জন্য বিজ্ঞানীরা আগেই জানিয়েছিলেন ভিটামিন-ডি স্বাস্থ্যের জন্য কতটা উপকারী। এই ভিটামিন ডি-এর অন্যতম প্রধান উৎস হল সূর্যালো। জার্নাল অফ নিউট্রিশন নামে পত্রিকায় লেখক মেলিসা মেলাউ জানিয়েছেন যে গর্ভবতী মহিলাদের মধ্যে ভিটামিন ডি-এর অভাব অনেক সময়ই দেখা যায় এবং তা শেতাঙ্গদের তুলনায় কৃষ্ণাঙ্গদের গর্ভবতীদের শরীরে বেশি লক্ষণীয়। সমীক্ষা অনুযায়ী ৪৬ শতাংশ গর্ভবতী মহিলার শরীরেই ভিটামিন ডি-এর ঘাটতি রয়েছে। তাই গর্ভবতীরা শরীরে রোদ লাগান, তাহলে আপনার অনাগত সন্তানের বুদ্ধি বাড়বে।