Tahawwur Rana | ভারতে আনা হলো ২৬/১১ মুম্বই হামলার অন্যতম প্রধান অভিযুক্ত তাহাউর রানাকে!
Thursday, April 10 2025, 1:31 pm

বৃহস্পতিবার ভারতীয় গোয়েন্দা ও তদন্তকারীদের একটি যৌথ দল এক বিশেষ বিমানে করে তাকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দিল্লির পালাম বিমানবন্দরে নিয়ে আসেন।
ভারতে আনা হলো ২৬/১১ মুম্বই হামলার অন্যতম প্রধান অভিযুক্ত তাহাউর রানাকে। বৃহস্পতিবার ভারতীয় গোয়েন্দা ও তদন্তকারীদের একটি যৌথ দল এক বিশেষ বিমানে করে তাকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দিল্লির পালাম বিমানবন্দরে নিয়ে আসেন। সেখানে আগের থেকেই উপস্থিত ছিল বুলেটপ্রুফ যানবাহন এবং সশস্ত্র কমান্ডো। এর আগে ৬৪ বছরের রানা বন্দি ছিল লস এঞ্জেলেস শহরের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে। সূত্রের খবর, এই পাকিস্তানি বংশোদ্ভূত জঙ্গিকে সম্ভবত দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে পেশ করা হবে। এরপর নিয়ে যাওয়া হবে তিহাড় জেলে।
- Related topics -
- দেশ
- ভারত
- ২৬/১১ মুম্বাই হামলা
- মুম্বাই
- জঙ্গি
- জঙ্গি হামলা
- পাক জঙ্গি
- নয়াদিল্লি