T20 World Cup | মাত্র ১০০ টাকায় দেখুন T20 বিশ্বকাপ, কোথায় মিলবে টিকিট? জেনে নিন বিস্তারিত

এ বার টিকিটের দাম রাখা হয়েছে অনেক কম। যা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে অন্যতম রেকর্ড।
২০২৬ সালের পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রথম ধাপের টিকিট বিক্রি শুরু হবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬:৪৫ মিনিটে (IST)। ICC জানিয়েছে, ভারতে টিকিট শুরু হচ্ছে মাত্র ১০০ টাকা থেকে। শ্রীলঙ্কায় টিকিটের দাম দাঁড়াচ্ছে সেই দেশের মূল্য অনুযায়ী ১০০০ রুপি থেকে (ভারতীয় মুদ্রায় যা দাঁড়াচ্ছে প্রায় ২৯২ টাকা)। দুই মিলিয়নেরও বেশি টিকিট উপলব্ধ থাকবে। https://tickets.cricketworldcup.com এখানে গিয়ে আপনি টিকিট কাটতে পারবেন। উল্লেখ্য, ভারত ও শ্রীলঙ্কায় মোট আটটি ভেন্যুতে টুর্নামেন্ট হবে।
