T20 World Cup 2026 | বিশ্বকাপ দলে নেই গিল! সহ-অধিনায়কের পদে অক্ষর, একনজরে পুরো ভারতীয় স্কোয়াড

সূর্যকুমার যাদব অধিনায়ক এবং অক্ষর প্যাটেল সহ অধিনায়ক বেছে ভারতীয় দল নির্বাচন করল বিসিসিআই।
৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬। শনিবার দুপুরে ঘোষিত হলো ভারতীয় দল। চোটের কারণে বাদ গিয়েছেন শুভমন গিল। অধিনায়ক সূর্যকুমার যাদবের সহ অধিনায়ক হিসেবে অক্ষর প্যাটেলকে বাছা হয়েছে। একনজরে দেখে নিন পুরো দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, ঈশান কিষাণ (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রিঙ্কু সিং, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর ও অক্ষর পটেল (সহ অধিনায়ক)।
