Syria | 'সিরিয়া আজ শুদ্ধ হল', দখল করেই হুঙ্কার জেহাদি নেতার! ৭৫টি ইসলামিক স্টেট ঘাঁটি লক্ষ্য করে হামলা আমেরিকার
সিরিয়ায় পতন হয়েছে বাশার আল আসাদের শাসন। দামাস্কাস দখল করেছে বিদ্রোহীরা। এরপরই সেদেশের জেহাদি নেতা আবু আহমেদ আল জোলানি ঘোষণা করে বলেন, 'সিরিয়া আজ শুদ্ধ হল'।
সিরিয়ায় পতন হয়েছে বাশার আল আসাদের শাসন। দামাস্কাস দখল করেছে বিদ্রোহীরা। এরপরই সেদেশের জেহাদি নেতা আবু আহমেদ আল জোলানি ঘোষণা করে বলেন, 'সিরিয়া আজ শুদ্ধ হল'। জোলানির ভাষণের মধ্যেই আল্লাহু আকবর ধ্বনি তুলতে থাকেন সমর্থকরা। এদিকে ‘স্বাধীনতা’র আনন্দে সিরিয়ার কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে রাজনৈতিক বন্দিদের। অন্যদিকে, সিরিয়ায় আসাদের পতনের পরেই সক্রিয় হয়ে উঠেছে আমেরিকা। রবিবার রাতে সিরিয়ার অন্দরে ৭৫টি ইসলামিক স্টেট ঘাঁটি লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। সিরিয়ায় মোতায়েন রয়েছে ৯০০ মার্কিন সেনা।
- Related topics -
- আন্তর্জাতিক
- সিরিয়া
- আমেরিকা
- হামলা
- দুষ্কৃতী হামলা
- জঙ্গি হামলা