খ্রিস্টমাসে মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের কাকাবাবু সিরিজের তৃতীয় ছবি 'কাকাবাবুর প্রত্যাবর্তন'।
Thursday, November 12 2020, 1:31 pm
Key Highlights
খ্রিস্টমাসে মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'কাকাবাবুর প্রত্যাবর্তন'। কাকাবাবু সিরিজের গত দুটি ছবিতে কাকাবাবু আর সন্তুর নতুন রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার সিনেমাপ্রেমীদের মন কাড়তে সফল। এবার 'কাকাবাবুর প্রত্যাবর্তন'-এর গল্পের হাত ধরে দর্শকদের আফ্রিকার জঙ্গলে নিয়ে যেতে চলেছেন পরিচালক। ছবির প্রযোজনা সংস্থা SVF-এর তরফে বৃহস্পতিবার ছবির নতুন পোস্টারও প্রকাশ্যে আনা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ''এই বড়দিনে আফ্রিকার রাজাকে টেক্কা দিতে আসছে আমাদের রাজা রায়চৌধুরি''।সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা 'জঙ্গলের মধ্যে এক হোটেল' অবলম্বনে 'কাকাবাবুর প্রত্যাবর্তন' বানিয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়াও রয়েছেন আরিয়ান ভৌমিক, অনির্বাণ চক্রবর্তী।
- Related topics -
- বিনোদন
- টলিউড
- কাকাবাবুর প্রত্যাবর্তন
- প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
- সৃজিত মুখোপাধ্যায়
- সুনীল গঙ্গোপাধ্যায়
- আরিয়ান ভৌমিক
- অনির্বাণ চক্রবর্তী