রাজনৈতিকতাঁর আছে জনবল আর সেটাই আসল, বললেন শুভেন্দু অধিকারী
বেশ কিছুদিন আগেই তৃনমুলের বিধায়ক পদ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই নিয়ে উঠেছিল অনেক জল্পনা, যা এখনো বজায় আছে। আজ বৃহস্পতিবার তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তমলুকের নিমতৌড়ির সভায় রাজনৈতিক বিষয় নিয়ে কোনোরকম মন্ত্যব্য না করলেও তিনি বলেছেন, ‘‘আমার জনশক্তি আছে। ওই শক্তিই আসল শক্তি।’’ অন্যদিকে বিধায়ক পদ ছাড়ার পর তাঁর নিজেকে 'মুক্ত' লাগছে কি না জানতে চাওয়ায় তিনি জোর গলায় বলেন "বন্দেমাতরম"। তাঁর এই অতিসংক্ষিপ্ত বক্তৃতা শেষ করে জাতীয় পতাকা সঙ্গে নিয়ে পদযাত্রা শুরু করেছিলেন।