১৮ জুন হাজিরা দিতে হবে কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপারকে, তলব করলো সিআইডি
Monday, June 14 2021, 1:20 pm
Key Highlightsশীতলকুচি কাণ্ডে নয়া মোড়! সোমবার সিআইডি তলব করল কোচবিহারের সাসপেন্ড হওয়া পুলিশ সুপার দেবাশীষ ধরকে। আগামী ১৮ জুন সকাল সাড়ে ১১টা নাগাদ তাঁকে ভবানী ভবনে হাজিরা দিতে বলা হয়েছে। সম্প্রতি সিআইডি’র ফরেনসিক ব্যালেস্টিক টিম শীতলকুচিতে গিয়ে নানা নমুনা সংগ্রহ করেছিলেন। আর এই নমুনা সংগ্রহের পরই সাসপেন্ড হওয়া পুলিশ সুপার দেবাশীষ ধরকে সমন পাঠিয়ে তলব করা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।