Babbar Khalsa Militant | অমৃতসরে নাশকতার চেষ্টা! বোম বিস্ফোরণে মৃত্যু নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘বব্বর খালসা’র সক্রিয় সদস্যর!

Tuesday, May 27 2025, 8:15 am
highlightKey Highlights

নাশকতার জন্য এই এলাকায় বোমা রাখতে এসেছিল ‘বব্বর খালসা’র সক্রিয় এক সদস্য। তখনই বোমা বিস্ফোরণে মৃত্যু হয় তার।


অমৃতসরে নাশকতার ছক ফাঁদতে গিয়ে বোমা বিস্ফোরণে মৃত্যু নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘বব্বর খালসা’র সক্রিয় সদস্যর। পাঞ্জাব পুলিশের DIG সতিন্দর সিং জানান, মঙ্গলবার সকালে অমৃতসরের মাজিতা রোড বাইপাসের ধারে বিস্ফোরণের শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। জানা যায়, নাশকতার জন্য এই এলাকায় বোমা রাখতে এসেছিল ‘বব্বর খালসা’র সক্রিয় এক সদস্য। তখনই বোমা বিস্ফোরণে মৃত্যু হয় তার। তবে পহেলগাঁও হামলার পর এত নিরাপত্তার থাকা সত্ত্বেও জঙ্গিদের হাতে কীভাবে এবং কোথার থেকে বিস্ফোরক আসছে তা নিয়ে উঠছে প্রশ্ন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File