NIA | গুজরাটে বাংলাদেশী আল-কায়েদার জঙ্গির প্রবেশ! বাংলা-সহ ৫ রাজ্যে NIA-র অভিযান!

Thursday, November 13 2025, 12:51 pm
highlightKey Highlights

আল কায়েদা গুজরাট সন্ত্রাসবাদী ষড়যন্ত্র মামলার তদন্তে বুধবার পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয়, হরিয়ানা এবং গুজরাটের ১০টি জায়গায় তল্লাশি অভিযান চালালো NIA


দিল্লির বিস্ফোরণ ঘটনার তদন্তের দায়িত্ব পেয়েছে জাতীয় তদন্ত সংস্থা বা NIA। শুরু হয়েছে নানা দিক থেকে তদন্ত। এরই মধ্যে আল কায়েদা গুজরাট সন্ত্রাসবাদী ষড়যন্ত্র মামলার তদন্তে বুধবার পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয়, হরিয়ানা এবং গুজরাটের ১০টি জায়গায় তল্লাশি অভিযান চালালো NIA। ২০২১ সালের এই মামলায় ভূয়ো পরিচয়পত্র ব্যবহার করে ভারতে অনুপ্রবেশ করে আল কায়েদার হয়ে তহবিল সংগ্রহ এবং প্রচারের কাজ চালাচ্ছিল কিছু অবৈধ বাংলাদেশি অভিবাসী। সেই মামলার তদন্ত করতেই NIA বেশ কয়েকজন সন্দেহভাজনের বাড়িতে তল্লাশি চালায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File