৪৫-এ পা সুস্মিতা ! ঘরভর্তি বেলুন, জন্মদিনে তাঁকে ভালবাসায় ভরিয়ে দিলেন সুস্মিতার মা ও ২ কন্যা।

Thursday, November 19 2020, 3:34 pm
৪৫-এ পা সুস্মিতা ! ঘরভর্তি বেলুন, জন্মদিনে তাঁকে ভালবাসায় ভরিয়ে দিলেন সুস্মিতার মা ও  ২ কন্যা।
highlightKey Highlights

মেয়ের জন্মদিনে তাঁকে উপহারে ভরিয়ে দিলেন মা। সুস্মিতার মায়ের সঙ্গে যোগ দেন অভিনেত্রীর দুই মেয়েও। বেলুনে ঘর সাজিয়ে সুস্মিতাকে জন্মদিনে উপহার দেন রেনে এবং আলিশা। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে জন্মদিনের ছবি শেয়ার করেন প্রাক্তন বিশ্ব সন্দরী সুস্মিতা সেন। ঘর সাজিয়ে গুছিয়ে মাকে জন্মদিনে আদরে ভরিয়ে দেয় রেন এবং আলিশা। মা এবং দুই মেয়ের ভালবাসা পেয়ে জন্মদিনে উচ্ছ্বসিত হয়ে ওঠেন সুস্মিতা সেন। এদিকে সুস্মিতা সেনের জন্মদিনে দেখা যায়নি তাঁর বিশেষ বন্ধু রোহমান শলকে। মা এবং মেয়েদের পাশাপাশি সুস্মিতাকে জন্মদিনের ভালবাসা জানান তাঁর ভাইয়ের স্ত্রী চারু আসোপা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File