SSC-Supreme Court | আপাতত স্কুলে পড়াতে পারবেন 'যোগ্য' শিক্ষকরা! চাকরিহারাদের সাময়িক স্বস্তি দিলো সুপ্রিম কোর্ট!
Thursday, April 17 2025, 8:00 am
Key Highlightsবৃহস্পতিবার শীর্ষ আদালত জানিয়েছে, নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণির ক্লাস নেওয়ার জন্য আপাতত ‘টেন্টেড’ অর্থাৎ অযোগ্য তালিকায় নাম না থাকা শিক্ষক শিক্ষিকারা স্কুলে পড়াতে পারবেন।
চাকরিহারা শিক্ষক ও শিক্ষক কর্মীদের সাময়িক স্বস্তি দিলো সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার শীর্ষ আদালত জানিয়েছে, নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণির ক্লাস নেওয়ার জন্য আপাতত ‘টেন্টেড’ অর্থাৎ অযোগ্য তালিকায় নাম না থাকা শিক্ষক শিক্ষিকারা স্কুলে পড়াতে পারবেন। পড়ুয়াদের ভবিষ্যতের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রধান বিচারপতি। তবে রাজ্যকে শর্ত দিয়ে শীর্ষ আদালতের নির্দেশ, ৩১ মে'র মধ্যে শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এবং ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে।
- Related topics -
- দেশ
- ভারত
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত
- এসএসসি
- শিক্ষক নিয়োগে দুর্নীতি
- শিক্ষক নিয়োগ

