BLO | ‘BLO-দের চাপ কমাতে ‘অ্যাডিশনাল স্টাফ’ কাজে লাগানো যেতে পারে’: সুপ্রিম কোর্ট
Thursday, December 4 2025, 9:30 am
Key Highlightsবাংলার পাশাপাশি অতিরিক্ত কাজের চাপের জন্য উত্তরপ্রদেশ, গুজরাট, কেরালার মতো রাজ্য থেকেও BLOর আত্মহত্যার অভিযোগ সামনে এসেছে।
বাংলার পাশাপাশি অতিরিক্ত কাজের চাপের জন্য উত্তরপ্রদেশ, গুজরাট, কেরালার মতো রাজ্য থেকেও BLOর আত্মহত্যার অভিযোগ সামনে এসেছে। এই আবহে BLOদের চাপ কমাতে ‘অ্যাডিশনাল স্টাফ’ কাজে লাগানো যেতে পারে বলে জানালো শীর্ষ আদালত। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, এই কাজে যাঁরা যুক্ত, কাজ শেষ করা তাঁদের ডিউটির মধ্যে পড়ে। তবে সেই কাজ করতে গিয়ে যদি তাঁরা কোনও রকম সমস্যায় পড়েন, সে ক্ষেত্রে SIR এর কাজে অতিরিক্ত কর্মী নিয়োগ করা যেতে পারে।
- Related topics -
- দেশ
- ভারত
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত

