Upper Primary | উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে কাটবে জট? নিয়োগ প্রক্রিয়ায় কোনও রকম হস্তক্ষেপ করবে না বলে জানিয়ে দিলো শীর্ষ আদালত
Friday, October 25 2024, 8:05 am
Key Highlightsউচ্চ প্রাথমিক স্তরে ১৪ হাজার ৫২ জন শিক্ষক নিয়োগ সংক্রান্ত কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন কয়েকজন চাকরি প্রার্থী।
উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে কাটলো জটিলতা। উচ্চ প্রাথমিক স্তরে ১৪ হাজার ৫২ জন শিক্ষক নিয়োগ সংক্রান্ত কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন কয়েকজন চাকরি প্রার্থী। এবার সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানায়, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই নিয়োগ হবে। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ স্পষ্ট করে দিয়েছে, তারা এই নিয়োগ প্রক্রিয়ায় কোনও রকম হস্তক্ষেপ করবে না। ফলে এই শূন্যপদে নিয়োগ নিয়ে জটিলতা কাটল বলেই মনে করা হচ্ছে।

