Stray Dogs | আটকে রাখা যাবে না পথকুকুরদের! শর্ত দিয়ে দিল্লি থেকে পথকুকুর সরানোর নির্দেশ পরিমার্জন করলো সুপ্রিম কোর্ট!
Friday, August 22 2025, 6:40 am

দিল্লি ও NCR থেকে পথকুকুর সরানো সংক্রান্ত নির্দেশ পরিমার্জন করল শীর্ষ আদালত।
কুকুরপ্রেমীদের বড় জয়। দিল্লি ও NCR থেকে পথকুকুর সরানো সংক্রান্ত নির্দেশ পরিমার্জন করল শীর্ষ আদালত। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ, সন্দীপ মেহতা ও এনভি আঞ্জারিয়ার বেঞ্চ রায় দেয়, আটকে রাখা যাবে না পথকুকুরদের। নির্বীজকরণ ও প্রতিষেধক দেওয়ার পরে পথকুকুরদের যেখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে ছেড়ে দিতে হবে। তবে যেসব কুকুর রেবিস আক্রান্ত বা আগ্রাসী স্বভাবের তাদের রাখতে হবে নির্দিষ্ট শেল্টারে। এছাড়াও পথকুকুরদের খাবার দেওয়ার জন্য নির্দিষ্ট জায়গা তৈরি করতে হবে সংশ্লিষ্ট পুরসভাগুলিকে।
- Related topics -
- দেশ
- ভারত
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত
- নয়াদিল্লি
- এনআরসি