রাজনৈতিকমুখ্যমন্ত্রীর পায়ে চোট নিয়ে আরও একবার উত্তাল রাজ্য রাজনীতি, মামলা খারিজ করলো সুপ্রিম কোর্ট

Key Highlightsমুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর পায়ের চোট নিয়ে ঘটনার একমাস পরেও সরগরম রাজ্য রাজনীতি। দুর্ঘটনা নয় চক্রান্ত, আঘাত লাগার সময় থেকে বারবার দাবি করে আসছেন মুখ্যমন্ত্রী। ১০ মার্চ ভোট প্রচারে বেরিয়ে পায়ে চোট পান তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের চোট লাগার কারণ জানতে সিবিআই তদন্তের আর্জি খারিজ করল সু্প্রিম কোর্ট। ঘটনার দিন নন্দীগ্রামে আসলে কী হয়েছিল জানতে সিবিআই তদন্তের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিন আইনজীবী। শনিবার বিচারপতি এসএ বোবদের নেতৃত্বাধীন ৩ বিচারপতির ডিভিশন বেঞ্চ এই আবেদন খারিজ করে দেন।