Udaipur Files | মুক্তির আগেই ‘উদয়পুর ফাইলস’-এর শুনানি পেছলো সুপ্রিম কোর্ট, এখনই মুক্তি পাচ্ছেনা ছবি
Wednesday, July 16 2025, 5:44 pm

মুক্তির আগেই বিতর্কিত ‘উদয়পুর ফাইলস’ ছবির প্রদর্শন সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট।
২০২২ সালের জুন মাসে রাজস্থানের উদয়পুর শহরে দর্জি কানহাইয়া লাল খুন হন। তাঁর হত্যাকাণ্ডের উপর নির্ভর করে নির্মিত হয়েছে ‘উদয়পুর ফাইলস’। কানহাইয়া লাল খুনের তদন্তভার নিয়ে অভিযুক্তদের গ্রেফতারও করে জাতীয় তদন্তকারী সংস্থা। গত ১১ জুলাই ‘উদয়পুর ফাইলস’ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে তাঁর আগেই বৃহস্পতিবার ছবিমুক্তির ওপর স্থগিতাদেশ আরোপ করেছে দিল্লি হাইকোর্ট। এই ছবির পর্যালোচনার বিষয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক গঠিত কমিটির কাছে সরকারের মতামতের অপেক্ষায় রয়েছে শীর্ষ আদালত।
- Related topics -
- বিনোদন
- সুপ্রিম কোর্ট
- সিনেমাা
- দিল্লি হাইকোর্ট
- নতুন ছবি