Bangladesh Quota Movement | মুক্তিযোদ্ধা কোটার হার কমিয়ে পড়ুয়াদের ক্লাসে ফেরার রায়! বাংলাদেশে অবশেষে থামবে আন্দোলন?

Sunday, July 21 2024, 8:46 am
Bangladesh Quota Movement | মুক্তিযোদ্ধা কোটার হার কমিয়ে পড়ুয়াদের ক্লাসে ফেরার রায়! বাংলাদেশে অবশেষে থামবে আন্দোলন?
highlightKey Highlights

শীর্ষ আদালত জানায়, মুক্তিযোদ্ধা কোটার হার কমিয়ে দেওয়া হয়েছে এবং পড়ুয়াদের ক্লাসে ফিরে যেতে আবেদন জানিয়েছে।


বাংলাদেশে কোটা সংরক্ষণ মামলা রায় দিল বাংলাদেশের সুপ্রিম কোর্ট। জানা গিয়েছে, প্রায় তিনঘণ্টা ধরে শুনানি চলে। তার পরই রায় দিয়ে শীর্ষ আদালত জানায়, মুক্তিযোদ্ধা কোটার হার কমিয়ে দেওয়া হয়েছে এবং পড়ুয়াদের ক্লাসে ফিরে যেতে আবেদন জানিয়েছে।উল্লেখ্য, গত বেশ কয়েকদিন ধরেই রক্তস্নাত বাংলাদেশ। কোটা বিরোধী আন্দোলনে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১০০। এরপরই পরিস্থিতি আরও উত্তপ্ত হলে পুরো বাংলাদেশে কারফিউ জারি করে সেনা নামায় হাসিনা সরকার। তবে তাতেও থামেনি সংঘর্ষ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File