দেশ

Judge Abhay Shreeniwas Oka | আগামীকাল অবসর, শেষ কার্যদিবসে ১১টি রায় দান সুপ্রিম কোর্টের বিচারপতি ওকার!

Judge Abhay Shreeniwas Oka | আগামীকাল অবসর, শেষ কার্যদিবসে ১১টি রায় দান সুপ্রিম কোর্টের বিচারপতি ওকার!
Key Highlights

সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে কর্মজীবনের শেষদিনে ১১টি রায় ঘোষণা করলেন বিচারপতি ওকা।

সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে কর্মজীবনের শেষদিনে ১১টি রায় ঘোষণা করলেন বিচারপতি ওকা। আগামীকাল, শনিবার অবসরে যাচ্ছেন তিনি। শুক্রবার প্রধান বিচারপতি গাভাইয়ের সঙ্গে আনুষ্ঠানিক বেঞ্চে যাওয়ার আগে বিচারপতি ওকা তাঁর স্বাভাবিক বেঞ্চের অংশ হিসাবে ১১টি রায় দেন। উল্লেখ্য, মায়ের মৃত্যুর একদিন পরেই আদালতে হাজির হন বিচারপতি ওকা। এদিন তিনি বলেন, 'সুপ্রিম কোর্টে যে প্রথা অনুসরণ করা হয় যে অবসরপ্রাপ্ত বিচারপতির শেষ দিনে কাজ করা উচিত নয়, আমি তা অনুমোদন করি না। এই ঐতিহ্য থেকে মুক্তি পেতে আমাদের কিছুটা সময় লাগবে।'