Waqf Hearing | ওয়াকফ কাউন্সিলে নিয়োগে স্থগিতাদেশ! ৭ দিনের মধ্যে কেন্দ্রের কাছে রিপোর্ট চাইলো সুপ্রিম কোর্ট!
Thursday, April 17 2025, 10:43 am

আপাতত ওয়াকফে নিয়োগ স্থগিত করলো সুপ্রিম কোর্ট। এছাড়াও কেন্দ্রের কাছে সাত দিনের মধ্যে রিপোর্টও চেয়েছে আদালত।
আপাতত ওয়াকফে নিয়োগ স্থগিত করলো সুপ্রিম কোর্ট। এছাড়াও কেন্দ্রের কাছে সাত দিনের মধ্যে রিপোর্টও চেয়েছে আদালত। শীর্ষ আদালতের রায়, সরকার আপাতত নতুন আইনের ধারার ভিত্তিতে কোনও নিয়োগ করবে না। পাশাপাশি, পরবর্তী শুনানির দিন পর্যন্ত যে সকল ওয়াকফ বাই ইউজার সম্পত্তির অন্তর্গত, সেগুলিতে কোনও পরিবর্তন করা যাবে না। বুধবার ‘ওয়াকফ বাই ইউজার’ বিধান নিয়ে কেন্দ্রের কাছে জানতে চাওয়া হয়, ওয়াকফ কাউন্সিলে যে 'অ মুসলিম'দের অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে, একই পদ্ধতিতে কোনও হিন্দু চ্যারিটিতে কি মুসলিমদের অংশ হতে দেবে তারা?'
- Related topics -
- দেশ
- ভারত
- ওয়াকফ বিল
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত
- কেন্দ্রীয় সরকার