Justice Yashwant Varma | বিচারপতিকে অপসারণের জন্য রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে চিঠি দিলো সুপ্রিম কোর্ট!

Friday, May 9 2025, 11:08 am
highlightKey Highlights

বিচারপতি যশবন্ত ভার্মাকে অপসারণের প্রক্রিয়া শুরু করলো শীর্ষ আদালত।


বিচারপতি যশবন্ত ভার্মাকে অপসারণের প্রক্রিয়া শুরু করলো শীর্ষ আদালত। দিল্লি হাইকোর্টের প্রাক্তন ও এলাহাবাদ হাইকোর্টের বর্তমান বিচারপতিকে অপসারণের জন্য ইতিমধ্যে সহ চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। বিচারপতি ভার্মার বিরুদ্ধে তদন্ত করতে সুপ্রিম কোর্টের তিন সদস্যের যে প্যানেল তৈরি হয়েছিল, তার রিপোর্টই পাঠানো হয়েছে চিঠির সঙ্গে। উল্লেখ্য, দোলের রাতে বিচারপতি ভার্মার দিল্লির সরকারি বাংলোয় আগুন নেভানোর সময় সেখান থেকে উদ্ধার হয় পুড়ে যাওয়া প্রচুর পরিমাণ টাকা। এরপরই পরে যায় শোরগোল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File