Supreme Court | ভারতে শিশু দত্তক নেওয়ার পদ্ধতি সংস্কারের বার্তা শীর্ষ আদালতের!

Friday, August 15 2025, 1:12 pm
highlightKey Highlights

ভারতে শিশু দত্তক নেওয়ার প্রক্রিয়া সহজ ও কম সময়সাপেক্ষ করার আবেদনের ন্যায্যতা মেনে নিলো সুপ্রিম কোর্ট।


ভারতে শিশু দত্তক নেওয়ার প্রক্রিয়া সহজ ও কম সময়সাপেক্ষ করার আবেদনের ন্যায্যতা মেনে নিলো সুপ্রিম কোর্ট। দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে, যে দম্পত্তি সন্তানহীনতার যন্ত্রণা উপশম করতে দত্তক নেওয়ার জন্য দীর্ঘ প্রতীক্ষা করছে, তাদের কাছে এমন দীর্ঘসূত্রিতা অসহনীয়। পাশাপাশি, ভারতে সন্তান দত্তক নিতে গড়ে সাড়ে তিন বছর সময় লাগে কেন সে প্রশ্নও তোলে শীর্ষ আদালত। উল্লেখ্য, ২০২২ সালে একটি স্বেচ্ছাসেবী সংস্থা শীর্ষ আদালতে শিশু দত্তক নেওয়ার দীর্ঘ আইনি প্রক্রিয়াটিকে আরও সহজ করার জন্য আবেদন জানিয়েছিল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File