AgustaWestland chopper scam | চপার কেলেঙ্কারিতে ইটালিয়ান ‘মিডলম্যান’ ক্রিশ্চিয়ান মিশেলকে জামিন দিল শীর্ষ আদালত

মঙ্গলবার বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ জানালো, মামলার দীর্ঘসূত্রিতার জন্যে মিশেলকে জামিন দিচ্ছে শীর্ষ আদালত।
৩ হাজার ৬০০ কোটির হেলিকপ্টার দুর্নীতি মামলার তদন্তে সিবিআই ও ইডি হাতে যে অভিযুক্তের তালিকায় ভারতীয় উচ্চপদস্থ অফিসারদের নাম উঠে এসেছিলো। এছাড়াও ইটালির হেলিকপ্টার নির্মাণকারী সংস্থা অগস্টা ওয়েস্টল্যান্ড ‘মিডল ম্যান’ ক্রিশ্চিয়ান মিশেলের নামও ছিল তালিকায়। ২০১৮ সালে দুবাই থেকে ভারতে প্রত্যর্পণ করানো হয় তাঁকে। তবে থেকেই ভারতের জেলে রয়েছেন মিশেল। মঙ্গলবার বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ জানালো, মামলার দীর্ঘসূত্রিতার জন্যে মিশেলকে জামিন দিচ্ছে শীর্ষ আদালত।
- Related topics -
- দেশ
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত
- জামিন
- জনস্বার্থ মামলা