OBC Certification | ওবিসি সার্টিফিকেট বাতিল মামলায় রাজ্যের আবেদনে সাড়া দিলো না সুপ্রিম কোর্ট! আপাতত বহাল থাকছে হাইকোর্টের রায়
ওবিসি সার্টিফিকেট বাতিল মামলায় হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল পশ্চিমবঙ্গ।
ওবিসি সার্টিফিকেট বাতিল মামলায় হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল পশ্চিমবঙ্গ। তবে সাড়া দিল না সুপ্রিম কোর্ট। রাজ্যের আইনজীবী বলেন, পিছিয়ে পড়া অংশকে সংরক্ষণের আওতায় নিয়ে আসা হয়েছে। প্রতিক্রিয়ায় বিচারপতি কে ভি বিশ্বনাথন বলেন, “কমিশন না করে একটি বিশ্ববিদ্যালয় কী ভাবে সংরক্ষণের তালিকা তৈরি করতে পারে?” মূল মামলাকারীদের আইনজীবী হাইকোর্ট রায়ে বলেছে নির্দিষ্ট কোনও তথ্য ছাড়াই ওবিসি ঘোষণা করা হয়েছে। এরপরই সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নেয়।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- সুপ্রিম কোর্ট
- আদালত
- শীর্ষ আদালত
- হাইকোর্ট
- কলকাতা হাইকোর্ট