SSC Exam | ৭ সেপ্টেম্বর SSCর পরীক্ষা স্থগিতাদেশের আবেদন, হস্তক্ষেপই করলো না শীর্ষ আদালত!

এসএসসি পরীক্ষার দিন পিছিয়ে দেওয়ার আবেদন মামলায় হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট।
এসএসসি পরীক্ষার দিন পিছিয়ে দেওয়ার আবেদন মামলায় হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। অযোগ্য তালিকায় নাম থাকার বিরোধিতা করে রিট পিটিশন দাখিল করে, ৭ সেপ্টেম্বর এসএসসির পরীক্ষা স্থগিতাদেশের আবেদন জানিয়েছিলেন সুজাতা দাস নামে এক আবেদনকারী। তবে সেই আবেদন খারিজ করে তাঁকে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, কোনও চাকরিপ্রার্থী যদি মনে করেন তিনি অযোগ্য তালিকাভুক্ত নন এবং তিনি প্রয়োজনীয় কারণ দেখান, সেটা অন মেরিট হাইকোর্টকে বিবেচনা করতে হবে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- এসএসসি
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত