Sunita Williams | এমাসে ফেরা হচ্ছেনা সুনীতাদের, মাকাশযানে গোলযোগের কারণে পিছিয়ে গেলো পৃথিবী ফেরার পথ
Thursday, March 13 2025, 5:09 am

ফের আশাভঙ্গ। এলন মাস্কের মহাকাশযানের যান্ত্রিক গোলযোগের কারণে ফের পিছিয়ে গেল দু’জনের পৃথিবীতে ফেরা।
এমাসে পৃথিবীতে ফেরার কথা ছিল সুনীতাদের। তবে ফের আশাভঙ্গ। মহাকাশযানে গোলযোগের জন্যে ফের পিছিয়ে গেলো দু’জনের পৃথিবীতে ফেরা। গতকাল ১২ মার্চ, বুধবার ভোর ৫টা ১৮ নাগাদ সুনীতাদের ফিরিয়ে আনতে আমেরিকার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেস এক্সের ফ্যালকন নাইন রকেট উৎক্ষেপণ করার কথা ছিল। অভিযানটির নাম দেওয়া হয় ‘ক্রু ১০ মিশন’। আজ বৃহস্পতিবার ভোর প্রায় ৪:৩০টে নাগাদ স্পেস এক্স ও নাসা বিবৃতি দিয়ে জানিয়েছে, লঞ্চপ্যাডের ত্রুটির কারণে অভিযান বাতিল হয়েছে।