Sunita Williams । ISRO-র নভোচরকে মহাকাশে পাঠাবে NASA! ভারতীয়কে নভোচরের সঙ্গে দেখা করতে মুখিয়ে সুনীতা উইলিয়ামস!

Friday, July 12 2024, 10:22 am
Sunita Williams । ISRO-র নভোচরকে মহাকাশে পাঠাবে NASA! ভারতীয়কে নভোচরের সঙ্গে দেখা করতে মুখিয়ে সুনীতা উইলিয়ামস!
highlightKey Highlights

ভারতীয়কে মহাকাশে পাঠাবে NASA। প্রশিক্ষণ দিয়ে ভারতীয়কে আন্তর্জাতিক স্পেস সেন্টারে পাঠানো হবে।


ভারতীয়কে মহাকাশে পাঠাবে NASA। প্রশিক্ষণ দিয়ে ভারতীয়কে আন্তর্জাতিক স্পেস সেন্টারে পাঠানো হবে। এবার এই বিষয়ে নিজের মতামত ব্যক্ত করলেন ভারতীয় বংশোদ্ভূত নভোচর সুনীতা উইলিয়ামস। বর্তমানে তিনি আন্তর্জাতিক স্পেস সেন্টারে আছেন। তিনি বলেন, ভারতীয় নভোচর আন্তর্জাতিক স্পেস সেন্টারে আসবেন, তাঁর সঙ্গে দেখা করার জন্যে তিনি মুখিয়ে। উল্লেখ্য, গগনযান অভিযানের জন্যে ভারত ইতিমধ্যেই চারজনকে বেছে নিয়েছে। তাঁদের মধ্যে থেকেই দু'জনকে পাঠানো হবে নাসায় প্রশিক্ষণের জন্য। তাঁদের মধ্যে থেকে একজনকে মহাকাশ অভিযানে পাঠাবে নাসা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File