Sunita Williams । দু কামরার কুঠুরি থেকে বেরিয়ে মহাকাশে হাঁটবেন সুনীতা, সঙ্গ দেবেন নিক হগ
Wednesday, January 8 2025, 2:23 pm

২০২৫ সালে মহাকাশে প্রথমবার দু কামরার কুঠুরি থেকে বেরিয়ে মহাকাশে স্পেসওয়াক করবেন সুনীতা উইলিয়ামস। তাঁর সঙ্গেই মহাকাশে হাঁটবেন নভোশ্চর নিক হগ।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ‘বন্দি দশা’ কাটাচ্ছেন সুনীতা উইলিয়ামসরা। এবার দু কামরার কুঠুরি থেকে বেরিয়ে মহাকাশে হাঁটবেন সুনীতা এবং তাঁর সঙ্গী নভোশ্চর নিক হগ। ১৬ এবং ২৩ জানুয়ারি সাড়ে ছ’ঘণ্টা ধরে চলবে এই স্পেসওয়াক। তবে উদ্দেশ্য বিনোদন নয়। এই সময়টুকুতে তাঁরা মেরামতি করবেন সুবিশাল এক এক্সরে টেলিস্কোপের, যা নিউট্রন স্টার ইন্টেরিয়র কম্পোজ়িশন এক্সপ্লোরার নামে পরিচিত। এই টেলিস্কোপের মাধ্যমে মহাজাগতিক কোনো ঘটনা সম্পর্কে জানা যায়। বদল করবেন স্পেসস্টেশনের রেট জায়রো অ্যাসেম্বলি সিস্টেমও।