Sunita Williams | ‘স্প্ল্যাশডাউন’ পদ্ধতিতে পৃথিবীতে নামবেন সুনীতারা! কী এই পদ্ধতি? মহাকাশ থেকে ফিরে কোথায় প্রহম পা রাখবেন তারা?

ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোর ৩টে ২৭ মিনিটে ফ্লরিডা উপকূলের গাল্ফ অফ মেক্সিকোতে প্রথম প্রথম পা ফেলবেন সুনীতারা।
অবশেষে পৃথিবীতে ফিরতে চলেছেন সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। ইতিমধ্যে তাদের নিতে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছে গিয়েছে SpaceXর ড্রাগন ক্যাপসুল। ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোর ৩টে ২৭ মিনিটে ফ্লরিডা উপকূলের গাল্ফ অফ মেক্সিকোতে প্রথম প্রথম পা ফেলবেন সুনীতারা। বিশেষ ‘স্প্ল্যাশডাউন’ পদ্ধতিতে তাঁদের নামানো হবে তাদের। যখন কোনও মহাকাশযান বা ক্যাপসুল পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং নিরাপদে অবতরণের জন্য প্যারাসুটের মাধ্যমে সমুদ্র বা বড় আকারের জলাশয়ে অবতরণ করে, তখন তাকে স্প্ল্যাশডাউন বলা হয়।
- Related topics -
- আন্তর্জাতিক
- অন্যান্য
- বিজ্ঞান ও প্রযুক্তি
- বিজ্ঞান
- নাসা
- সুনীতা উইলিয়ামস