Sunita Ahuja - Govinda | তবে কী সত্যিই হচ্ছে ডিভোর্স? বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুললেন গোবিন্দা ঘরণী সুনীতা

Friday, August 22 2025, 5:57 pm
highlightKey Highlights

সূত্র মারফত জানা যাচ্ছে, গোবিন্দার বিরুদ্ধে বান্দ্রা আদালতে পরকীয়া ও গার্হস্থ্য হিংসার অভিযোগ জানিয়ে ডিভোর্সের মামলা দায়ের করেছেন সুনীতা।


সূত্রের খবর,গোবিন্দার বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা করেছেন সুনীতা। বান্দ্রা ফ্যামিলি কোর্টে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছেন তিনি। রিপোর্ট অনুযায়ী, তিনি ‘ব্যভিচার, নিষ্ঠুরতা ও প্রতারণা’র অভিযোগ এনে বিবাহবিচ্ছেদ চেয়েছেন। ২৫ মে গোবিন্দাকে হাজিরার জন্য সমন পাঠিয়েছিল আদালত। অভিনেতা আসেননি। সম্প্রতি নিজের ভ্লগ চ্যানেলে সুনীতা মহালক্ষী মন্দিরে কান্নায় ভেঙে পড়ে বললেন, ‘একজন ভালো মানুষ এবং একজন ভালো নারীকে কষ্ট দেওয়া ঠিক নয়। যাই পরিস্থিতি হোক, যে আমার পরিবার ভাঙার চেষ্টা করবে, মা তাঁকে ক্ষমা করবেন না।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File