খেলাধুলা৯ মার্চ বিশেষ সম্মান পাবেন সুনীল গাভাস্কার, গত বছর জুলাই মাসেই সম্মানিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল
৯ মার্চ তাঁর জীবনের বিশেষ দিন। আর তাই সেই বিশেষ দিনেই তাঁকে সম্মানিত করা হবে। 1971 সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল সুনীল গাভাস্কার-এর। অর্থাত্, সুনীল গাভাসকারের আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পনের ৫০ বছর পূর্ণ হচ্ছে। আর তাই এবার সানি গাভাসকরকে বিশেষ সম্মানে ভূষিত করা হবে। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন ওয়াংখেড়ে স্টেডিয়ামে গাভাসকরের নামে স্থায়ী বক্স-এর উদ্বোধন করছে। ৬ মার্চ ১৯৭১ সালে west Indies-এর বিরুদ্ধে পোর্ট অফ স্পেনে সুনীল গাভাস্কার টেস্টের দুই ইনিংসে ৬৫ ও ৬৭ রানের ইনিংস খেলেছিলেন। সেবার সিরিজে তিনি ৭৭৪ রান করেছিলেন। অভিষেক সিরিজে যা যে কোনও ক্রিকেটারের সর্বোচ্চ রান। গত বছর জুলাই মাসেই MCA গাভাসকরকে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছিল।