Sunil Chhetri | আগামীকাল যুবভারতী ক্রীড়াঙ্গেনে আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানবেন সুনীল! এরপর কি কোচ হিসেবে দেখা যাবে ছেত্রীকে?

Wednesday, June 5 2024, 11:53 am
highlightKey Highlights

আগামীকাল, বৃহস্পতিবার বর্তমান থেকে প্রাক্তন হয়ে যাবেন কিংবদন্তি সুনীল ছেত্রী। যুবভারতী ক্রীড়াঙ্গেন নৈশালোকে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। ভারত নামছে কুয়েতের বিরুদ্ধে। আর এই ম্যাচেই দীর্ঘ ১৯ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানবেন সুনীল। তার আগে বুধবার অর্থাৎ আজ দুপুরে প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠক হয়ে গেল যুবভারতীর প্রেস কনফারেন্স রুমে। আর সেখানেই এক সাংবাদিক সুনীলকে জিজ্ঞেস করেন তাঁকে ফুটবল ছাড়ার পর কোচ হিসেবে দেখা যাবে কিনা?


আগামীকাল, বৃহস্পতিবার বর্তমান থেকে প্রাক্তন হয়ে যাবেন কিংবদন্তি সুনীল ছেত্রী (Sunil Chhetri)। যুবভারতী ক্রীড়াঙ্গেন নৈশালোকে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। তার আগে বুধবার অর্থাৎ আজ দুপুরে প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠক হয়ে গেল যুবভারতীর প্রেস কনফারেন্স রুমে। আর সেখানেই এক সাংবাদিক সুনীলকে জিজ্ঞেস করেন তাঁকে ফুটবল ছাড়ার পর কোচ হিসেবে দেখা যাবে কিনা? প্রশ্ন শুনে সুনীল হাসি মুখে জানান যে, তাঁকে কখনই কোচের ভূমিকায় পাওয়া যাবে না। 

সুনীল বলেন, 'আমি কিছুতেই কোচ হব না। কোচ হওয়া মোটেই সহজ কথা নয়। বিগত ১৯ বছর অ্য়ালার্ম ক্লকের আওয়াজেই ঘুম ভেঙেছে। প্রতিদিন ভোর সাড়ে ছ'টায় উঠেছি। কোচিংয়ে আমাকে দেখবেনই না।' এরপর সুনীল স্টিমাচের দিকে তাকিয়ে বলেন, 'আজ থেকে পাঁচ বছর আগে, আমি এই লোকটাকে ভারতের কোচ হতে দেখেছিলাম। তরুণ, সুদর্শন একজন কোচ। এখন ওঁর অবস্থা দেখুন।' এরপরেই দেশের সকল সাংবাদিকরাই হাসিতে ফেটে পড়েন। তবে সুনীলের এই কথা শুনে স্টিমাচের সটান জবাব, 'আমি তোমাকে একদিন প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাই। দেখুন সুনীলকে চলে যেতে দেখে, কোচ হিসেবে আমার খুবই খারাপ লাগছে। আমি নিশ্চিত ভাবে বলতে পারছি না যে, আমি আবার সুনীলকে ডাকব কিনা! দেখি আগামী মরসুমে ও বেঙ্গালুরু এফসি-র হয়ে কেমন খেলে। তারপর ভাবা যাবে'। উল্লেখ্য, আগামীকাল যুবভারতী ক্রীড়াঙ্গেন নৈশালোকে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। ভারত নামছে কুয়েতের বিরুদ্ধে। এই জিততে পারলেই ভারতের বিশ্বকাপের তৃতীয় রাউন্ডে উঠে যাওয়া প্রায় নিশ্চিত। আর এই ম্যাচেই দীর্ঘ ১৯ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানবেন সুনীল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File