করোনা-কালে বিষণ্ণতার কারণে লাফিয়ে বাড়ছে আত্মহত্যা, শঙ্কায় মনোবিদরা

Wednesday, February 24 2021, 8:39 am
highlightKey Highlights

করোনা পরিস্থিতিতে গত কয়েক মাসে শহরের বুকে ঘটে গিয়েছে অনেক আত্মহত্যার ঘটনা। প্রায় দিনে ৬ থেকে ৭ টা। কেউ কাজ হারিয়েছেন, স্কুল-কলেজ বন্ধ থাকায় বাইরে পেরোতে পারছেনা, আবার কারোর মা-বাবা, পরিবার-স্বজন বাইরে থাকেন বা সময় দিতে পারেননা; ইত্যাদি নানা কারণে অনেকে অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন। মনোবিদরা যদিও বা আগেই জানিয়েছিলেন যে বিষণ্ণতার কারণে অনেকে আত্মঘাতী হবেন। ‘ন্যাশনাল ক্রাইম রেকর্ডস বুরো’ (এনসিআরবি)-র রিপোর্ট অনুযায়ী, প্রতি বছরই অনেকে আত্মঘাতী হন, কিন্তু এই বছর বিশেষত করোনার কারণে সেই সংখ্যা বৃদ্ধি পেয়েছে অনেকগুন। যা যথেষ্ট চিন্তায় ফেলেছে চিকিৎসামহলকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File