Sudip Banerjee | অপসারিত সুদীপ বন্দ্যোপাধ্যায়! কলকাতা উত্তরের দায়িত্ব দেওয়া হল ৯ জনের কোর কমিটিকে!

ওই কমিটির সদস্যরা হলেন, অতীন ঘোষ, জীবন সাহা, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়, পরেশ পাল, শশী পাঁজা, সুপ্তি পাণ্ডে, স্বর্ণকমল সাহা, স্বপন সমাদ্দার ও বিবেক গুপ্ত।
হঠাৎই কলকাতা উত্তরের সভাপতির পদ থেকে অপসারিত সুদীপ বন্দ্যোপাধ্যায়! সেই দায়িত্ব দেওয়া হলো ৯ জনের কোর কমিটিকে। সূত্রে খবর, উত্তর কলকাতায় বীরভূম মডেলই তৈরি করা হল। জানা গিয়েছে, ওই কমিটির সদস্যরা হলেন, অতীন ঘোষ, জীবন সাহা, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়, পরেশ পাল, শশী পাঁজা, সুপ্তি পাণ্ডে, স্বর্ণকমল সাহা, স্বপন সমাদ্দার ও বিবেক গুপ্ত। জানা গিয়েছে, ২০২৬ সালের নির্বাচনের আগে দলীয় সংগঠন ঢেলে সাজাতে চাইছে তৃণমূল, তাই কোনও ব্যক্তিবিশেষ নয়, কমিটির ওপরেই ভরসা রাখল তৃণমূল।