আন্তর্জাতিক

সমুদ্রের ধার থেকে হঠাৎ কুড়িয়ে পেলেন কোটি কোটি টাকার তিমির বমি (অ্যাম্বারগ্রিস)

সমুদ্রের ধার থেকে হঠাৎ কুড়িয়ে পেলেন কোটি কোটি টাকার তিমির বমি (অ্যাম্বারগ্রিস)
Key Highlights

সমুদ্রের পাড় দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ একটি অদ্ভুত জিনিস দেখে হাতে তুলে নিলেন এবং রাতারাতি বড়লোক হয়ে গেলেন। শুনতে অবাক লাগলেও তাই ঘটেছে। ৪৯ বছরের এক মহিলা সমুদ্রের ধরে হাঁটতে গিয়ে প্রচন্ড আঁশটে গন্ধ পেয়ে ১২ ইঞ্চি পুরু এবং ২৪ ইঞ্চি লম্বা একটি সাদা পাথর তুলে নেন। পরে জানা যায় ওটি হল 'তিমির বমি'। এর বৈজ্ঞানিক নাম "অ্যাম্বারগ্রিস", আবার এটিকে ভাসমান সোনাও বলা হয়। আন্তর্জাতিক বাজারে এর থেকে সুগন্ধি-প্রসাধনী তৈরী হয়। এটির মূল্য ২৬০৯৪৭.০৭ মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি টাকার বেশি।