Flipkart-Amazon | অ্যামাজ়ন এবং ফ্লিপকার্টের একাধিক গুদামঘর থেকে মিললো নিম্নমানের পণ্য!
Monday, March 24 2025, 4:57 am
Key Highlightsনামী ইকমার্স সংস্থা অ্যামাজ়ন এবং ফ্লিপকার্টের একাধিক গুদামঘর থেকে মিললো বাধ্যতামূলক শংসাপত্রহিন বহু পণ্য!
নামী ইকমার্স সংস্থা অ্যামাজ়ন এবং ফ্লিপকার্টের একাধিক গুদামঘর থেকে মিললো বাধ্যতামূলক শংসাপত্রহিন বহু পণ্য! ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) জানিয়েছে, গুরুগ্রাম, লখনৌ এবং দিল্লিতে অ্যামাজ়ন এবং ফ্লিপকার্টের গুদামঘরগুলিতে দফায় দফায় তল্লাশি অভিযান চালানোর পরে ৭ হাজারের বেশি নিম্নমানের পণ্য বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে BISস্ট্যান্ডার্ডের চিহ্ন ছাড়া ইলেকট্রিক ওয়াটার হিটার, খেলনা, ব্লেন্ডার্স, বোতল এবং স্পিকার পাওয়া গিয়েছে বলে খবর।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- অ্যামাজন
- ফ্লিপকার্ট

