সংসদের ক্যান্টিনে আর সস্তায় মিলবে না খাবার, কেন্দ্র তুলে নিল ভরতুকি

Wednesday, January 20 2021, 7:48 am
highlightKey Highlights

মাত্র ৬৫ টাকায় আর সংসদে মিলবে না হায়দরাবাদি বিরিয়ানি। শুধু বিরিয়ানি কেন, সংসদের ক্যান্টিনের কোনও খাবারেই আর ভরতুকি দেবে না কেন্দ্র। বাজেট অধিবেশন শুরুর আগে এ কথা স্পষ্ট করে দিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। স্বাধীনতার পরবর্তী সময় থেকেই ভারতের সংসদের ক্যান্টিনে সস্তায় খাবার মিলত। এর জন্য বিপুল অঙ্কের টাকা ভরতুকি দিত কেন্দ্র। অথচ সাংসদ ও সংসদের কর্মচারীরা মোটা টাকার বেতন পান। তারপরেও সাংসদদের খাবারে ভরতুকি দেওয়ায় বারবার সমালোচনার মুখে পড়েছে কেন্দ্রে ক্ষমতাসীন সরকার। এবার নজিরবিহীন ভাবে সেই ভরতুকি তুলে নিচ্ছে মোদি সরকার। যার ফলে বছরে সরকারের আট কোটি টাকা বাঁচবে বলে সূত্রের খবর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File