৩০-এ পড়লেন অভিনেত্রী শুভশ্রী, তাঁর জন্মদিনে মুখ খুললেন স্বামী রাজ চক্রবর্তী!
Tuesday, November 3 2020, 10:13 am
 Key Highlights
Key Highlightsশুভ জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জন্য। ২৯ পেরিয়ে ৩০-এ পা রাখলেন তিনি। বয়স বাড়লেও তাঁর গ্ল্যামার কিন্তু একটুও কমেনি, বরং বেড়েছে। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে স্বামী রাজ চক্রবর্তী সোশ্যাল সাইটে বার্তা জানিয়েছেন। বলেছেন যে শুভশ্রী তাঁর জন্য কি তা বলতে তাঁর শব্দ ভান্ডার টান পরে যাবে, তাঁকে আরো একবার ভালোবাসা জানিয়েছেন। তাঁকে স্ত্রী হিসেবে জীবনে নিজেকে সৌভাগ্যবান বলেও মন্তব্য করেন। তিনি প্রার্থনা করেন যে এখনকার মতনই যেন শুভশ্রী সারা জীবন হাসি-খুশি থাকে।
-  Related topics - 
- সেলিব্রিটি
- বিনোদন
- লাইফস্টাইল
- টলিউড

 
 