Sheikh Hasina | আরও শিথিল কার্ফু! 'পড়ুয়ারা নিজেরাই নিজেদের রাজাকার বলে স্নোগান দিয়েছে’-মন্তব্য হাসিনার
Friday, July 26 2024, 2:22 pm
Key Highlightsনতুন করে কোনও অশান্তি না হওয়ায় বাংলাদেশে আরও শিথিল করা হয়েছে কার্ফু।
কোটা আন্দোলনের বিক্ষোভে জ্বলছিল বাংলাদেশ। তবে বর্তমানে নতুন করে কোনও অশান্তি না হওয়ায় বাংলাদেশে আরও শিথিল করা হয়েছে কার্ফু। আপাতত শনিবার পর্যন্ত সেই কার্ফু থাকছে বলে জানিয়েছে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রক। অন্যদিকে,পড়ুয়াদের ‘রাজাকার’ বলা নিয়ে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর দাবি, তিনি পড়ুয়াদের ‘রাজাকার’ বলেননি। তাঁর বক্তব্যকে বিকৃত করা হয়েছে বলেও দাবি করেন করেন। তিনি বলেন, ‘পড়ুয়াদের আমি রাজাকার বলিনি। আমার বক্তব্যকে বিকৃত করা হয়েছে। তারা নিজেরাই নিজেদের রাজাকার বলে স্নোগান দিয়েছে।’
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- শেখ হাসিনা
- কার্ফু
- বিক্ষোভ

