শিক্ষাএকাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য সুখবর! বিষয় বাছাই নিয়ে বড় ঘোষণা জারি করলো CBSE
মে-তে দেশের সমস্ত কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে সব ধরনের অফলাইন পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রক। ইতিমধ্যেই সারা দেশ জুড়ে বিভিন্ন রাজ্যের সরকার আংশিক লকডাউনের কথা ঘোষণা করেছে। এর মধ্যেই যে সব ছাত্রছাত্রীরা একাদশ শ্রেণিতে উত্তীর্ণ হবেন, তাঁদের জন্য একটি সুখবর নিয়ে এল CBSE। এই বছর থেকেই CBSE অনুমোদিত স্কুলের ছাত্রছাত্রীরা একাদশ শ্রেণিতে আর্টস, কমার্স বা সায়েন্স এই তিনটি স্ট্রিমের মধ্যে থেকে নিজের পছন্দমতো যে কোন বিষয়ের কম্বিনেশন বাছাই করতে পারবে। এর ফলে আর্টস, কমার্স বা সায়েন্সের বিষয়ের মধ্যে আর ভাগাভাগি থাকবে না বলেই মনে করছে শিক্ষা মহলের একাংশ।