CPIM | অশ্লীল চ্যাট ভাইরাল! অসন্তুষ্ট মহিলা মোর্চা, কাঠগড়ায় সিপিএম নেতা বংশগোপাল চৌধুরী
Sunday, April 27 2025, 4:11 am

দলের মহিলা নেত্রীর সঙ্গে অশ্লীল চ্যাট ভাইরাল হতেই সিপিএম নেতা বংশগোপাল চৌধুরীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ।
প্রবল অস্বস্বিতে সিপিএম। গত ফেব্রুয়ারিতে প্রাক্তন সংসদ তথা বাম জমানার মন্ত্রী বংশগোপাল চৌধুরীর একটি অশ্লীল চ্যাট প্রকাশ্যে আসে। মুর্শিদাবাদের এক সিপিএম নেত্রী মেসেঞ্জার ও হোয়াটস্যাপের অশ্লীল মেসেজ পোস্ট করে দাবি করেন বংশগোপাল চৌধুরী তাঁকে মেসেজগুলি পাঠিয়েছে। স্ক্রিনশট ভাইরাল হতেই প্রাক্তন সংসদকে চরিত্রহীন বলে দাবি করতে থাকেন দলের মহিলা নেত্রীরা। তারপরই বংশগোপালকে বহিষ্কার করল সিপিএম। যদিও বংশগোপাল দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, তদন্ত হচ্ছে।
- Related topics -
- রাজ্য
- সিপিএম
- সিপিআইএম
- সিপিআইএম প্রার্থী
- অশ্লীল ভিডিও
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- হোয়াটস্যাপ
- সাসপেন্ড