Agra Buried Alive । জ্যান্ত পুঁতে দেয় ৪ দুষ্কৃতী! মাটি খুঁড়ে যুবকের প্রাণ বাঁচালো পথকুকুররা
Friday, August 2 2024, 1:39 pm
Key Highlightsপথকুকুররা তাঁকে মাটি খুঁড়ে বের করে। একটুপরই অচৈতন্য রূপ কিশোরের দেহটি বেরিয়ে আসে।
যোগী রাজ্যে নিরাপত্তা নিয়ে ফের উঠছে প্রশ্ন। অভিযোগ, এক সামান্য বিবাদের জেরে ২৪ বছরের রূপ কিশোর ওরফে হ্যাপিকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে জীবন্ত অবস্থায় মাটিতে পুঁতে দেয় চার দুষ্কৃতী। পরে পথকুকুররা তাঁকে মাটি খুঁড়ে বের করে। একটুপরই অচৈতন্য রূপ কিশোরের দেহটি বেরিয়ে আসে। তখন ওই যুবককে কুকুরগুলি তাকে কামড়াতে-আঁচড়াতে শুরু করে। এরপর যন্ত্রণায় জ্ঞান ফিরে আসে তাঁর। কোনোভাবে ওই কবর থেকে বেরিয়ে তিনি পাশের এক বসতিতে পৌঁছন তিনি।
- Related topics -
- দেশ
- আগ্রা
- ক্রাইম
- উত্তরপ্রদেশ

