টেকনোলজি

গুগল গোপনে আপনার ফোনে অডিও রেকর্ড করছে, জানেন কী ভাবে বন্ধ করবেন?

গুগল গোপনে আপনার ফোনে অডিও রেকর্ড করছে, জানেন কী ভাবে বন্ধ করবেন?
Key Highlights

আপনার ফোনে সব সময় গোপনে অডিও রেকর্ড করে যাচ্ছে Google। আপনি কী বলছেন, কাকে বলছেন, কী সংক্রান্ত বিষয়ে কথা বলছেন - সব তথ্য পৌঁছে যাচ্ছে এই টেক জায়ান্টের সার্ভারে। এ যে খুবই সমস্যার ব্যাপার, বন্ধ করা খুবই জরুরি। আজকাল প্রায় সব ইলেকট্রনিক ডিভাইসেই একটি মাইক্রোফোন থাকে। ডেটা ট্র্যাকিংয়ের এই যুগে গ্রাহকের মনোভার বুঝতে সেই মাইক্রোফোন ব্যবহার করে অডিও রেকর্ড করতে থাকে বহু ডিভাইস। আর সেখান থেকেই সাধারণত আপনার সমস্ত অডিও ট্র্যাক করে থাকে গুগল। ভয়েস অ্যাসিস্ট্যান্টের জন্য ব্যবহার হয় 'Ok Google’ হটওয়ার্ড। এই শব্দ দুটি বললেই যে কোন সময় Google Assistant অ্যাক্টিভ হয়।