Stock Market Today | ধস সামলে ফের চাঙ্গা হচ্ছে শেয়ার বাজার! সেনসেক্সের পয়েন্ট বেড়ে পৌঁছায় ৭৩ হাজারে!

Wednesday, June 5 2024, 7:30 am
highlightKey Highlights

বুধবার বাজার খোলার পরেই সেনসেক্স ৬৫০ পয়েন্ট বেড়ে ৭৩ হাজার ছাড়িয়ে যায়, যদিও পরে কিছুটা পতন আসে।


ভোটের ফলাফল প্রকাশ হওয়া শুরু হতেই ধস নেমেছিল শেয়ার বাজারে। সেনসেক্স, নিফটি উভয় সূচকেই বিরাট পতন দেখা যায়। ৬ শতাংশ পড়ে গিয়েছিল নিফটির সূচক। তবে আজ, বুধবার বাজার খোলার পরেই সেনসেক্স ৬৫০ পয়েন্ট বেড়ে ৭৩ হাজার ছাড়িয়ে যায়, যদিও পরে কিছুটা পতন আসে। এখন সেনসেক্স ৬৫০ পয়েন্ট ছাড়িয়ে গিয়েছে। আইটি সেক্টরের শেয়ারগুলি বাড়ছে আজকের বাজারে। এফএমসিজি সেক্টরের শেয়ারগুলিতে কেনাকাটা চলছে বিস্তর, ফলে এই শেয়ারগুলিই যে আজ বাজারকে ধরে রাখতে পারে তা আশা করা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File