Burdwan | OTP সংগ্রহ করে পাকিস্তানে পাচার! ISI-র সঙ্গে সরাসরি যোগ! বর্ধমন থেকে গ্রেফতার দুজন!

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি চালানোর অভিযোগে বর্ধমান থেকে দু’জনকে গ্রেফতার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি চালানোর অভিযোগে বর্ধমান থেকে দু’জনকে গ্রেফতার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। STF সূত্রে খবর, মুকেশ রজক ও রাকেশকুমার গুপ্তা নামে দুই ব্যক্তির সঙ্গে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI এর সরাসরি যোগাযোগ ছিল। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, তাঁরা মোবাইল সিমকার্ডের ওটিপি সংগ্রহ করে সেই তথ্য পাকিস্তানে পাচার করতেন। ইতিমধ্যে দুই ধৃতের কাছ থেকে বেশ কিছু নথিপত্র, মোবাইল ও ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের অনুমান,এর পিছনে রয়েছে আরও বড় চক্র।