Steven Johnson Syndrome | জ্বর এলেই প্যারাসিটামল খান? প্রাণঘাতী হতে পারে ট্যাবলেট! আতঙ্কের নাম ‘স্টিভেন জনসন’

Friday, August 22 2025, 5:46 pm
highlightKey Highlights

স্টিভেন জনসন সিনড্রোম: সামান্য প্যারাসিটামল থেকেও অ্যালার্জির মতো গুরুতর প্রতিক্রিয়া দেখা দিয়েছে শরীরে।


জ্বর হলেই খান প্যারাসিটামল? তবে এখনই সাবধান হন। প্যারাসিটামল কাড়তে পারে আপনার প্রাণ! সামান্য জ্বরে চটজলদি প্যারাসিটামল দিয়েছিল পরিবার। দ্বিতীয় দিনে ঠোঁটে, তৃতীয় দিনে মুখ চোখ জুড়ে ছড়িয়ে গেলো ফোস্কা, ফোঁড়া। হাসপাতালে যেতেই জানা গেলো কোনও ড্রাগ অর্থাৎ ওষুধ থেকে এমন অ্যালার্জি শরীরে দেখা দিলে তাকে বলে ‘স্টিভেন জনসন সিনড্রোম’। পরিসংখ্যান বলছে, দশ লাখে একজনের এই রোগ হয়। দ্রুত চিকিৎসা না করালে রোগীর মৃত্যু হতে পারে। ঘটনাচক্রে সম্প্রতি এই বিরলতম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক নাবালক।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File