রাজ্যস্বাস্থ্য সাথীর স্মার্ট কার্ডের বদলে দেওয়া হতে পারে অঙ্গীকারপত্র !
সম্প্রতি 'স্বাস্থ্য সাথী' সংক্রান্ত ঘোষণার পরে আবেদনের হার যেভাবে বৃদ্ধি পেয়েছে তাতে কার্যত নাভিশ্বাস উঠেছে প্রশাসনের। ইতিমধ্যে শুধু স্বাস্থ্যসাথীর কার্ড পেতে আবেদন এসেছে ১১ লক্ষ। স্বাস্থ্য ভবনের ধারণা, এই হারে চললে স্বাস্থ্যসাথীর কার্ড চাইতে পারে ৫০ লক্ষ পরিবার। মাসে ১০ লক্ষ স্মার্টকার্ড তৈরি করে বিতরণ ব্যবস্থা দাঁড় করাতেই হিমশিম খাচ্ছে স্বাস্থ্য ও তথ্যপ্রযুক্তি দফতর। তাই এই সময়ের মধ্যে তৈরী করে বিতরণ করা কার্যত অসম্ভব। সেক্ষেত্রে নবান্নের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, বিকল্প হিসেবে স্মার্টকার্ডের পরিবর্তে আপাতত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি-সহ অঙ্গীকারপত্র দেওয়ার কথা ভেবেছে নবান্ন।