ই-রেশন কার্ড

ই-রেশন কার্ডে জট! উপভোক্তাদের পরীক্ষামূলক ভাবে এসএমএস পরিষেবা দিতে গিয়ে দেখা যায়, একাধিক নম্বর ভুয়ো

ই-রেশন কার্ডে জট! উপভোক্তাদের পরীক্ষামূলক ভাবে এসএমএস পরিষেবা দিতে গিয়ে দেখা যায়, একাধিক নম্বর ভুয়ো
Key Highlights

ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর নথিভুক্ত নেই, যেখানে আছে তার আবার বেশির ভাগই ভুল। ফলে, চেষ্টা করেও যোগাযোগ করা যাচ্ছে না উপভোক্তাদের সঙ্গে। আশানুরূপ সাড়া মিলছে না ‘স্বচ্ছতা অভিযান’-এ! প্রত্যেক বৈধ উপভোক্তার রেশন নিশ্চিত করতে বেশ কিছু বদল আনে রাজ্য সরকার। স্বচ্ছ পরিষেবা দিতে রেশনে এসএমএস এবং বায়োমেট্রিক পদ্ধতিও চালু করে খাদ্য দফতর। খাদ্যকর্তারা জানাচ্ছেন, এই ব্যবস্থা পুরোপুরি সফল হবে তখনই, যখন উপভোক্তা সঠিক মোবাইল এবং আধার নম্বর নিজের রেশন কার্ডের সঙ্গে যুক্ত করবেন। কিন্তু গত জুলাই থেকে এ নিয়ে প্রচার চললেও অগ্রগতি খুব একটা হয়নি।