State Cyber Crime Wing | তৈরী হবে রাজ্য সাইবার ক্রাইম উইং, নবান্নের কাছে অনুমোদনের আবেদন করলো রাজ্য পুলিশ
Wednesday, February 12 2025, 5:56 am
Key Highlightsসাইবার ক্রাইম উইংয়ের পৃথক থানা না থাকায় অনেক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। তাই এবার নবান্নে চিঠি লিখে পৃথক সাইবার ক্রাইম থানার প্রস্তাব দেওয়া হয়েছে।
দেশজুড়ে বাড়ছে প্রযুক্তির রমরমা। রাজ্যজুড়ে বাড়ছে সাইবার ক্রাইম। নিত্যনতুন উপায়ে ফাঁকা হয়ে যাচ্ছে ব্যাংকের সেভিংস। ফলে প্রচুর কেস রেজিস্টার হচ্ছে রোজ। এবার সেই কারণেই একটি পৃথক সাইবার ক্রাইম উইং (সিসিইউ) এর থানা তৈরী করতে চাইছে রাজ্য পুলিশ। এ বিষয়ে নবান্নকে চিঠি লিখেছে রাজ্য পুলিশ। একটি পৃথক সাইবার ক্রাইম উইং গড়ে উঠলে প্রত্যেকটি জেলায় জেলায় গিয়ে প্রত্যেকটি কেসে তথ্য সংগ্রহের হ্যাপা থাকবে না। সাইবার ক্রিমিনালদের মোডাস অপারেন্ডি বোঝা অপেক্ষাকৃত সহজ হবে।
- Related topics -
- রাজ্য
- রাজ্য পুলিশ
- পুলিশ
- শহর কলকাতা
- সাইবার ক্রাইম
- লালবাজারের সাইবার ক্রাইম শাখা
- সাইবার আইন
- সাইবার অপরাধ বিরোধী
- নবান্ন
- নবান্ন
- ক্রাইম
- পুলিশ প্রশাসন

