SBI | আগামীকাল ১ ঘন্টার জন্যে বন্ধ থাকবে SBI YONO ও ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা, স্বাভাবিক থাকবে কোন গুলি?

Saturday, September 6 2025, 2:47 pm
highlightKey Highlights

স্টেট ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে ৭ সেপ্টেম্বর এক ঘণ্টার জন্য ব্যাহত হবে একাধিক পরিষেবা।


স্টেট ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে, আগামীকাল অর্থাৎ ৭ই সেপ্টেম্বর রাত ১টা বেজে ২০ মিনিট থেকে রাত ২টো ২০ মিনিট পর্যন্ত স্টেট ব্যাঙ্কের বিভিন্ন ডিজিটাল পরিষেবা মিলবে না। এই তালিকায় রয়েছে এসবিআই ইয়োনো (SBI YONO) ইন্টারনেট ব্যাঙ্কিং, রিটেল, মার্চেন্ট, ইয়োনো লাইট, ইয়োনো বিজ়নেস, ইয়োনো মোবাইল অ্যাপ এবং কর্পোরেট ইন্টারনেট ব্যাঙ্কিং। রক্ষণাবেক্ষণের জন্যই সার্ভিস বিঘ্নিত হবে, জানিয়েছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক কতৃপক্ষ। তবে এই সময়কালে এটিএম পরিষেবা স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File